রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নের ১হাজার ৫৯ টি কেন্দ্রে ৬-৫৯ মাস বয়সী মোট ১লাখ ৫০হাজার ৩শত শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল । ৬-১১ মাসের শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপস্যুল ।
আগামী ১ই জুন (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীদের ১হাজার ৫৯ টি টিম শিশুদের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়াবেন।
২৮শে মে (মঙ্গলবার) বিকেল সারে ৩টায় রাহজবাড়ী সদর হাঁসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় বিষয়টি জানান রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন ।
এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আঃ মতিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজবাড়ী শাখার সভাপতি মো. কবির হোসেন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
ওরিয়েন্টেশন কর্মশালায় প্রোজেক্টরের মাধ্যমে ভিটামিন এ এর গুরুত্ব তুলে ধরে আলোকপাত করেন সিভিল সার্জন অফিসে মেডিক্যাল অফিসার।
সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, শিশুরা সব ধরণের খাবার খেতে পারেনা। এ জন্য তাদের শরীরে ভিটামিন এ’ এর ঘাটতি দেখা দেয়। ফলে তারা নানা রোগে আক্রান্ত হয়। তাই আমরা আগামী ১ জুন রাজবাড়ীতে দেড় লাখের বেশি শিশুকে ভিটামিন এ’ খাওয়াবো।’