Friday, December 27, 2024

ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনকল্পে সময়াবদ্ধ কর্ম-পরিকল্পনা প্রণয়ন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্স 

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে ইতোমধ্যে তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণের জন্য মাঠ পর্যায়ে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও দিক নির্দেশনা প্রদান এবং জুন ২০২৩ সালের মধ্যে ২.০০ লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনকল্পে সময়াবদ্ধ কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে ২৯ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে (২য় তলা) সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ নিজ নিজ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। রাজবাড়ী জেলা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী।  মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ সংশ্লিষ্টদের নিয়ে উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here