Tuesday, December 24, 2024

ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের প্রাণহানি

লাস তেজেরিয়াস (ভেনিজুয়েলা), ১০ অক্টোবর, ২০২২  : ভেনিজুয়েলায় ভূমিধসে অন্তত ২৫ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ৫০ জনেরও বেশি।

রোববার কর্মকর্তারা এ খবর জানান।

প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ায় ভূমিধসের এ ঘটনা ঘটে। লাস তেজেরিয়াসে শনিবার রাতে বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটি কাদা ও আবর্জনায় ঢাকা পড়ে।
ঘটনাস্থলে স্থানীয় সংবাদ মাধ্যমকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী রেমিগিও সিবালস বলেছেন, এই দুর্যোগে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে। আরো ৫০ জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রবল বর্ষণের কারণে বেশকিছু সংখ্যক লোক প্রাণ হারিয়েছে।

রাজধানী কারাকাস থেকে ৫০ কিলোমিটার দূরের লাস তেজেরিয়াসে প্রায় হাজার খানেক উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিগিও সিবালস।

 

সুত্রঃ(বাসস ডেস্ক)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here