Thursday, July 17, 2025

ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের অভিযানে তিন প্রতিষ্ঠান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ জুন জেলার বালিয়াকান্দিতে উপজেলার আড়কান্দিতে ৩টি দোকানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয় । এক সংবাদি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিধফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ।

দণ্ডিতরা হলেন:

১. কাজী স্টোর (আড়কান্দি বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৪,০০০/- (চার হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ)।

২. মেসার্স মিলন মেডিকেল হল (আড়কান্দি বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৮,০০০/- (আট হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ)।

৩. মেসার্স রাহা মেডিকেল হল (আড়কান্দি বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৬,০০০/- (ছয় হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ)।

এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩8 ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে; ০৩ (তিন) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। উপজেলা প্রশাসন বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী ও পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস‌্যবৃন্দ- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হয় । ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here