Monday, January 27, 2025

ভোক্তা’র অভিযানে দুই প্রতিষ্ঠান মালিক কে জরিমানা

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

২৫শে অক্টোবর রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে জেলা শহরের পুলিশ লাইন্স নতুন বাজার এলাকার মান্নান স্টোর মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় নতুন বাজার এলাকার মেসার্স রাবেয়া ফার্মেসীর মালিককে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৩হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং পৌর স্যানিটারী ইন্সপেক্টর রাজবাড়ী সদর পৌরসভা এবং জেলা ব‌্যাটালিয়ন আনসার সদস‌্যবৃন্দ রাজবাড়ী- এর অংশগ্রহণে অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here