৩ নভেম্বর ২০২১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী কর্তৃক “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোঃ শাহরিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী; অধ্যাপক দিলীপ কর, অধ্যক্ষ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী; মোঃ মাহবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজবাড়ী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূবর্ণা রাণী সাহা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী।
এছাড়াও সেমিনারে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক আলোচনা করা হয়।