নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩১শে মে দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অবহিতকরণ, বাস্তবায়ন ও প্রচার সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা কনজুমার এসোসিয়েশনের (ক্যাব) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।