Wednesday, January 22, 2025

মসজিদে ওসি’র সচেতনতা মূলক আলোচনা 

রাজবাড়ী সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন সদর উপজেলার ছোট নূরপুর জামে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে উপস্থিত মুসল্লিদের উদ্যেশ্যে  জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি কোভিড-১৯ করোনা ভাইরাস ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব থেকে নিরাপদ থাকার বিষয়ে আলোচনা করেন ।

এ সময় তিনি বলেন, ‘ আমরা যারা সুস্থুতার সাথে জুম্মার নামাজ আদায় করতে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলা’র দরবারে শুক্রিয়া । আপনারা জানেন বর্তমান সময়ে পৃথিবী একটি খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আমাদের দেশ একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ মহামারী করোনা আমাদের থেকে আমাদের অতি আপন জনদের কেড়ে নিচ্ছে। আমার প্রতিবেশী,আ আমার ভাই, আমার আত্নীয় অনেকেই মারা যাচ্ছেন। আমরা কিন্ত প্রত্যেক দিন ই এখবর গুলো পাচ্ছি । এ মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মধ্যে যে স্বাস্থ্য বিধি আছে সে স্বাস্থ্য বিধি টা মেনে চলার জন্য আমরা চেষ্ঠা করবো। আমাদের কে মাস্ক পরতে হবে, সামাজিক দুরুত্ব মেনে চলতে হবে এবং ঘন ঘন স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে।

করোনার পাশাপাশি এখন ডেঙ্গুর একটি সময় আমরা দেখতে পাচ্ছি। ডেঙ্গু রোগ টাও এখন ছড়িয়ে পড়েছে । এই ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের বাড়ীর আশেপাশে পরিষ্কার করতে হবে, আমাদের বাড়ীর পাশে যে যায়গায় বৃষ্টির পানি জমে থাকে সে যায়গায় যেন পানি না জমে সেদিকে লক্ষ রাখতে হবে এবং আমাদেরকে মশারী টাঙিয়ে ঘুমাতে হবে।

এখন অতি বৃষ্টির কারনে কিন্তু বন্যা হবার একটা  আশঙ্কা রয়েছে সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে । আর বন্যার সময় সাপের কিন্ত উপদ্রব হয় ,আমরা বাড়ীর আশেপাশে পরিষ্কার করে সাপ থেকে কিন্ত মুক্তি পেতে পারি। আমরা নিজেরা স্বচেতন হবো এবং আশে পাশে যারা আছে তাদেরকে সচেতন করবো।

তিনি আরো বলেন, আপনারা কেউ যদি কোন আইনি  সমস্যায় পরেন ,সরাসরি আমাকে ,আমার থানার ডিউটি অফিসার কে ফোন দেবেন।আমার মোবাইল নাম্বার ও ডিউটি অফিসারের নাম্বার ২৪ ঘন্টা খোলা থাকে। কেউ দালালের মাধ্যমে থানায় যাবেন না। আমার থানা দালাল মুক্ত।

আপনার এলাকায় যদি কোন সন্ত্রাসী থাকে ,মাদক সেবী,ব্যাবসায়ী থাকে,চাঁদাবাজ থাকে আমাদের কে তথ্য দিয়ে সহায়তা করবেন। থানার দোয়ার আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা আছে। বাংলাদেশ পুলিশ এখন অনেক স্বচ্ছ। কোন দালালের মাধ্যমে আপনাকে থানায় আসতে হবে না।

তিনি আরো বলেন ,আপনার সন্তানদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। কেননা,আগামী প্রজন্মকে যদি আমরা সঠিক পথ না দেখাতে পারি। আমরা যা করছি তা সব ই কিন্তু বৃথা । আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে ,সেদিকে খেয়াল রাখবেন, সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। আপনার সন্তানকে মানবিকতা শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দেবেন । ”

এসময় তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here