Sunday, January 26, 2025

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিসিআই কলেজের বর্ণাঢ্য আয়োজন

সুপ্তা চৌধুরী :  মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিসিআই কলেজ উত্তরায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কলাকুশলীদের আলোচনা সভার আয়োজন সহ ২০২২ বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মো. ফারুক মিয়া, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ সুশান্ত চন্দ্র ভৌমিকসহ সকল শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে মেধাতালিকায় তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আসাদুজ্জামান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বাঙালী জাতির সার্বোভৌমত্বের স্বীকৃতি পাওয়ার ঐতিহাসিক দিন। আমাদের মুক্তিযুদ্ধের গৌরব অর্জনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটি দিবস উৎসবের সহিত পালন করি। এই কোমলমতি শিশুরাই আমাদের ভবিষ্যৎ। সোনার বাংলা গড়ে তুলতে এদেরকে সব ইতিহাস জানাতে হবে। এরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

কলেজের শিক্ষক তানভীর ইসলামের সন্ঞ্চালনায় একে একে সকল অতিথি ও শিক্ষকমন্ডলী তাদের বক্তব্য তুলে ধরেন এই আলোচনাসভা পর্বে।

পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এবং ধারাবাহিক ভাবে পুরষ্কার বিতরনী পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here