Tuesday, December 31, 2024

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাব

মোঃ আমিরুল হক : ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে র‍্যাব-৬ অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করেছে ।বুধবার সন্ধায় কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার রবিন দাস,আওয়াল হোসেন, আনজু ও এসএম ফারুক খান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান পরিচালনা করে র‍্যাব।সেসময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে রবিন দাস,আওয়াল হোসেন, আনজু ও এসএম ফারুক খান নামের ৪ জনকে আটক করা হয়। তারা যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি করে আসছিলো বলে জানিয়েছে র‍্যাব।আটককৃতদের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here