মোঃ আমিরুল হক-: ঝিনাইদহের মহেশপুরের রাজাপুর এলাকা থেকে ১০ টি স্বর্ণের বারসহ মফিজুর রহমান নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়। সে যশোর জেলার শার্শা থানার গেড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক মাসুদ পারভেজ রানা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে একজন ব্যক্তি উপজেলার রাজাপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে গমন করবে।
এমন তথ্যের ভিত্তিতে রাজাপুর বাজার এলাকায় অবস্থান করে বিজিবি। সেসময় মোটর সাইকেল যোগে রাজাপুর বাজার থেকে বের হলে মফিজুর রহমানকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাসী করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য আনুমানিক ৯২ লক্ষ ৫০ হাজার টাকা। এই স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। আটককৃতের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।