২৫ জুলাই ২০২৫ (শুক্রবার):
“জেগে ওঠো যুবক তুমি শক্তি,
যুবশক্তি জাগলে হবে দারিদ্রতার মুক্তি”
—এই অঙ্গীকার নিয়ে ২০১৮ সাল থেকে মানবিক ও সামাজিক কার্যক্রমে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আয়োজন করে দোয়া মাহফিল।
আজ শুক্রবার, বাদ মাগরিব, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে সংগঠনের সভাপতি সাগর বিশ্বাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এলাকার ওলামায়ে কেরাম ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরাও।
সভাপতি সাগর বিশ্বাস তার আবেগঘন বক্তব্যে বলেন,
“মাইলস্টোনের এই নির্মম ঘটনাটি শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। সন্তান হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা— যারা অকালে ঝরে গেল, তাদের আত্মাকে তিনি বিনা হিসাবে শান্তি দান করুন। আহতদের যেন দ্রুত সুস্থতা দান করেন।”
তিনি আরও বলেন,
“আজ আমরা মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য এটুকুই করতে পারি— মন থেকে দোয়া করতে। তাই সকলকে অনুরোধ করবো, পরিবারের জন্য প্রার্থনায় হাত তুলুন।”
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন বলেন,
“আমি গর্বিত যে আমি ‘আলোর দিশা’র একজন সদস্য। এই সংগঠন সবসময়ই মানুষের পাশে থেকেছে। আজকের দোয়া মাহফিলও তারই একটি উদাহরণ। মহান আল্লাহতালার কাছে আমরা সকল নিহতদের জান্নাতুল ফেরদৌস এবং আহতদের সুস্থতা কামনা করি।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি রফিকুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,
প্রচার সম্পাদক চন্দন কুমার সোম,
সাংগঠনিক সম্পাদক কাজী ইমন,
কোষাধ্যক্ষ এস কে সাকিব,
সহ-কোষাধ্যক্ষ মোঃ শিহাব,
দপ্তর সম্পাদক এন এক্স রাসেল,
যুগ্ম দপ্তর সম্পাদক তপু কুমার ধর,
কার্যনির্বাহী সদস্যবৃন্দ: মোঃ সুখন, মিজান শেখ জীবন প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাসে আলোর দিশা-র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। সেই উপলক্ষে থাকবে নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম। সকলকে সংগঠনের পাশে থেকে মানবতার এই পথচলায় যুক্ত হবার জন্য আহ্বান জানানো হয়।