Thursday, January 23, 2025

মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন জিল্লুল হাকিম

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় নেতা কর্মীদের সাথে নিয়ে পাংশা শাহজুঁই (র.)মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। রাজবাড়ী- ২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

তিনি ৬ষ্ঠবারের মতো নৌকার প্রার্থী হয়ে সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটের দিকে প্রস্তাব কারি ও সমর্থনকারীদের সাথে নিয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে বীর মুক্তিযোদ্ধা মো.জিল্লুল হাকিম সকল নেতাকর্মীদেরকে নৌকার পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান, এবং নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাইতে বলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here