এস,এম রাহাত হোসেন ফারুকঃ বিশ্বাসে থাক সবুজ স্বপ্ন, নিঃশ্বাসে থাক নাড়ির টান।” “মানবতায় প্রফুল্ল জীবন পরিবেশ বাঁচাই মাদক বারণ” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকমুক্ত, পরিচ্ছন্ন বিউটিফুল বালিয়াকান্দি গড়ার লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে “মাদক থেকে দূরে থাকি, পরিবেশ ঠিক রাখি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবে খাঁটি। মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই। মাদককে না বলি, সুস্থ জীবন গড়ে তুলি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি, বিউটিফুল বালিয়াকান্দি গড়ি। যে মুখে মা, সে মুখে ক্ষতিকর নেশা, বাল্যবিয়ে না। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই সহ বিভিন্ন শ্লোগান নিয়ে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইনের আয়োজনে র্যালী শেষে চৌরঙ্গী মোড়ে এসে আলোচনা অনুষ্ঠিত হয়। রফিকুল দৌলা বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা হেল্পলাইনের উপদেষ্টা আশরাফুজ্জামান, ব্যারিস্টার কাজী রহমান মানিক, হাসানুর রফিক রিংকু, ফেরদৌস খান টুটুল, উপজেলা হেল্পলাইনের আহবায়ক মোঃ আকরাম হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, আমির হোসেন মাষ্টার সহ ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও উপজেলার সাত ইউনিয়নের হেল্প লাইনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।