Thursday, April 3, 2025

মানবিক সংগঠন আলোর দিশা এর ইফতারি বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি

মানবিক সংগঠন আলোর দিশা এর ইফতারি বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫ রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে ২০১৮ সাল থেকে গড়ে উঠেছে , এক মানবিক সংগঠন যার নাম “আলোর দিশা” কিছু তরুণ মানবতার সৈনিক কে নিয়ে গঠিত হয় এ সংগঠন। সভাপতি সাগর বিশ্বাস, ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, কে নিয়ে গঠন হয় ১১ সদস্য বিশিষ্ট কমিটি। শুরু হয় আলোর দিশার পথ চলা, মানবতার ধারাবাহিকতায় সমাজের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই সংগঠনটি। ২০১৮ সাল থেকে সমাজের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছে আলোর দিশা। মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচাতে ছুটে যায় তারা রক্তদানে, দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা, দরিদ্র পরিবারের কন্যা বিবাহের সহযোগিতা, দরিদ্র পরিবারের মেধাবীব শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা। শীতকালীন শীত বস্ত্র বিতরণ, রমজানে ইফতারের বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণ। বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ। করোনাকালীন ত্রাণ বিতরণ। পথচারীদের খাবার বিতরণ মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ বিতরণ সহ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে এই সংগঠন যেন এক মানবিক উদাহরণ রচনা করেছে। বর্তমান কমিটিতে সভাপতি সাগর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে। এগিয়ে চলেছে আলোর দিশা, আজ ২১-৩-২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার আলোর দিশা সংগঠনের উদ্যোগে শতাধিক পথচারীর মধ্যে ইফতারি বিতরণ ও উপস্থিত ইফতারির আয়োজন করা হয়। এবং এর পরবর্তীকালীন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। সংগঠনের সভাপতি সাগর বিশ্বাস বলেন জেগে ওঠো যুবক তুমি জাগুক যুবশক্তি, যুবশক্তি জাগলে হবে দারিদ্রতার মুক্তি, এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের পথ চলা শুরু হয়েছিল ২০১৮ সালে, আলোর দিশা একটি নাম, আমার কাছে আলোর দিশা সংগঠনের প্রতিটি সদস্য ই আলোর দিশা। আলোর দিশা আপনার ,আলোর দিশা আমাদের সবার সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি।

আমি বিশ্বাস করি ,সবাই মানবিকভাবে আলোর দিশার পাশে এসে সহযোগিতার হাত বাড়ালে ,আলোর দিশা শুধু রাজবাড়ী নয় বাংলাদেশে এক মানবিক সংগঠনে রূপান্তরিত হবে। এই সংগঠনের প্রতিটি তরুণ সদস্য মানব সেবায় কাজ করে চলেছে নিঃস্বার্থভাবে। যাদের পকেটে অনেক সময় এক কাপ চা খাওয়ার পাঁচ টাকা থাকে না, সেই তরুণ মানবতার সৈনিক গুলোই মানব সেবায় দাপিয়ে চলে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা একজন উদার মানুষের কাছে হাত পেতে সহযোগিতা কামনা করে। বাংলাদেশের বুকে বিভিন্ন সামাজিক ও মানবিক মনের মানুষ রয়েছেন, এবং বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে ।আমি আলোর দিশার পক্ষ থেকে সকলের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদেরকে আরো ও শক্তিশালী ও উদ্বুদ্ধ করে তুলবে মানব সেবায়। আমরা চাই আলোর দিশার আলো ছড়িয়ে পড়ুক সমাজের আলো বঞ্চিত ,ছিন্নমূল, অসহায় মানুষের হৃদয়ে। কৃতজ্ঞতা জানাচ্ছি আলোর দিশা সংগঠনের সঙ্গে যুক্ত সকল প্রবাসী মানবতার সৈনিকদের কিছু সৈনিকের নাম স্মরণ করছি, হাবিবুর রহমান মিলন, আশরাফুল ইসলাম, এম ডি ফাহিম, সোহেল রানা, সাগর খা, রাসেল মজুমদার, রাজন রাজ, হেলাল রাজ, রহমত হাসান পিয়াল, সুজন প্রমাণিক, মোতালেব মোল্লা হীরা, রিমন আহমেদ রাব্বি, এম ডি জাবেদ, ইত্যাদি। এবং সার্বক্ষণিক যে সমস্ত সদস্য আলোর দিশাকে আর্থিক ও পরিশ্রম দিয়ে সহায়তা করেন তাদেরকেও স্মরণ করছি।

আশরাফুল ইসলাম মিঠুন, নাসির আহমেদ সাগর, সাইফুল ইসলাম, বি ডি আর শাকিব, শিহাব, ইমন, রাব্বি, জয়, রাসেল, টুটুল, আশিক, মেহেদী, সিয়াম, অয়ন, প্রিন্স, মিজান ,মহির ,রাশেদ, মোস্তফা, নিয়ম, বাশার, চন্দন, মাসুদ রানা, উৎস বিশ্বাস, মোঃ সুখন, মোঃ জীবন, আলতাফ, ইত্যাদি সহ আরো অনেকে। সকল কে জানাই মানবতার কল্যাণে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় হোক মানবতার জয় হোক আলোর দিশা’র ‘

সাগর/আলোর দিশা

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here