Tuesday, January 14, 2025

মার্কেটের জায়গা দখল করে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির বিরুদ্ধে অন্যায়ভাবে মার্কেটের জায়গা দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে করেছে মার্কেট কতৃপক্ষ।তবে মন্দির কমিটি মার্কেটের জায়গা দখল বিষয়টি অস্বীকার করেন।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে কেন্দ্রীয় পূজা মন্দিরের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এর আগে সকাল থেকে মার্কেট কতৃপক্ষ অর্ধ শতাধিক লোকজন নিয়ে মাপামাপি করেন।এসময় মন্দির কমিটি কেউ ছিলেন না।

সংবাদ সম্মেলনে আলম সুপার মার্কেটের ম্যানেজার এস এম সালাম বলেন, দীর্ঘ ১৫/২০ বছর ধরে মন্দির কমিটি আমাদের ২ শতাংশ জায়গা দখল করে রাস্তা করে রেখেছে। আমরা পৌরসভায় আবেদন করে আজ জমি মাপামাপির তারিখ নির্ধারণ করেছি। তবে মন্দির কমিটির কেউ আজ এখানে আসেন নাই।তারা মুলত আমাদের জায়গা বুঝে না দিতেই এসব করছে।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর বলেন, আমরা কারো ব্যক্তিগত জায়গা দখল করে রাখি নাই।তবে মার্কেট কতৃপক্ষ জায়গা মাপামাপির জন্য পৌরসভায় আবেদন করলে আমাদের কে নোটিশ করে পৌরসভা।আমরা সময় চেয়েছিলাম পৌরসভার কাছে।পৌরসভার সচিব আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত আমাদের সময় দিয়েছে। তাই আমরা আজ উপস্থিত হয়নি।

পাংশা পৌরসভার সচিব আনিচুর রহমান মুঠোফোনে মন্দির কমিটি কে ৩০ জানুয়ারী পর্যন্ত সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here