Thursday, January 23, 2025

মালিতে নৌকা ডুবে ২০ জনের প্রাণ হানি

মালির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি কৃত্রিম  হ্রদে নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণ হানি ঘটেছে। এদিকে এ ঘটনায় নয়জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পার্শ্ববর্তী বায়া’র মেয়র জানান, যাত্রীরা সোমবার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের জন্য যাওয়ার সময় তাদের বহন করা নৌকা সেলিনগুয়ে  হ্রদে একটি গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ায় এসব প্রাণ হানি ঘটে।
হ্রদটি মালির রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে গিনি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
মেয়র জানান, জেলেরা পানি থেকে ২৩টি লাশ এবং নয়জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেলিনগুয়ে পুলিশ জানায়, এ নৌ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বায়ার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে নৌকা ডুবির ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার লাশগুলো দাফন করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here