Sunday, December 22, 2024

মুজিব বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালি

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী আবদুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে  নির্বাচনী প্রচারণায় তৎকালীন গোয়ালন্দ মহকুমার (বর্তমান রাজবাড়ী জেলা) জৌকুড়া গ্রামে যান এবং বাইসাইকেলে চড়ে প্রচারণার কার্যক্রম পরিচালনা করেন। গণমাধ্যম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে ২৫ শে ফেব্রুয়ারি-২০১৬ সালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কাছে সাইকেলটি হস্তান্তর করা হয় এবং সেখানে বর্তমানে সাইকেলটি সংরক্ষিত আছে।

মুজিববর্ষ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা কমিটির সিদ্ধান্তক্রমে মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর এ স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে ২০শে নভেম্বর(শনিবার) সকাল ৯ টায় রাজবাড়ী  জেলা প্রশাসন এর উদ্যোগে ‘সাইকেল র‍্যালি’র আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সাইকেল ‍‌র‍্যালির শুভ উদ্বোধন করেন , রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী । এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা    ফকীর আব্দুল জব্বার,  রাজবাড়ী পুলিশ সুপার  এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের  অধ্যক্ষ প্রফেসর ড. দিলীপ কর, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ,  অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ ও প্রশাসন)  মোঃ সালাউদ্দিন, এনএসআই এর উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, হেদায়েত আলী সোহরাব, রন্টু চৌধুরী, শওকত আলী মোল্ল্যা প্রমুখ ।

এ মহতী আয়োজন এর মাধ্যমে বঙ্গবন্ধুর এ স্মৃতি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পোঁছে দেয়া সম্ভব হবে মর্মে বক্তাগণ প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনি প্রচারণার স্মৃতিচারণা করেন তৎকালীন প্রচারণায় অংশ নেয়া শওকত আলী মোল্লা।

বর্ণাঢ্য এ বাইসাইকেল র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে বীরমুক্তিযোদ্ধাগণ, সংস্কৃতিকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ছয় শতাধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন। র‍্যালিটি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল (শ্রীপুর) থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here