Sunday, December 22, 2024

মৃন্ময়ী বসন্ত-  তাহমিনা মুন্নী

মৃন্ময়ী বসন্ত-  তাহমিনা মুন্নী

শেষ বিকেলের মৃদু আলোয়

তোমার প্রস্থান দেখে হৃদয় দলিত

হলেও

ভাবনার অতল করিডরে তুমি

চলমান

মনের বেলকনিতে হাস্নাহেনার

সুরভিত সুবাস

আর ———

অনিন্দ্য আবেশে যে উষ্ণতা রেখে

গেলে

আমি তার নাম দিলাম মৃন্ময়ী বসন্ত!

অপেক্ষায় রইলাম —————-

পাতা ঝরার পতপত শব্দে

অথবা প্রকৃতির পত্রপল্লবিতে

আবারও

একান্তে সুরের মূর্ছনায় এক হবো

তুমি আমি আর আমাদের বসন্ত!

সেদিন সব খরা উবে যাবে

মনখারাপের দিন আর —

আমায় আপ্লূত করবে না

জানি আসবে আসতে যে হবেই——

তুমিতো হৃদয়ের বসন্ত!

সুরভিত সুবাসে রঞ্জিত নিরবচ্ছিন্ন

কখন এলে কখন যাবে রাখিনি তার

খোঁজ

মৃন্ময়ী বসন্ত আমার দুয়ারে আসে

রোজ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here