সফল্যের গল্প: রাজবাড়ী জার্নাল ডেস্ক:
ব্যক্তিগত পরিচিতি:
কুইন রাজবাড়ীর শহরতলীতে বসবাস করে। রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ কুইন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে ভর্তির সুযোগ পেয়েছে। জমজ দুই বোনের একজন কুইনের জন্ম ২০০৪ সালের ৩০ জুন। কুইনের মা শামীমা আক্তার মুনমুন কলেজে অধ্যাপনা করেন। নানুভাই বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। অধ্যাপক বড় মামা ড. ফকীর শহিদুল ইসলাম সুমন, যাঁর কাছে কুইনের সংগীতে হাতেখড়ি।
শিক্ষা প্রতিষ্ঠান:
শিশুরাজ্য, রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুল, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ।
জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ী, সৌরভ সংগীত নিকেতন, দিব্য নৃত্যকলা একাডেমি, সারগাম সংগীত নিকেতন।
একাডেমিক ফলাফল:
কুইন পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
জাতীয় পর্যায়ে অর্জন:
**শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীর গৌরব অর্জন করে।
** শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এ ‘ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজি)’ ক্যাটাগরিতে দেশ সেরার মুকুট অর্জন করে।
** বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীতে ২০১৫ সালে জাতীয় পুরস্কার অর্জন করে।
** কুইন ২০২৩ সালে পঞ্চকুড়ি পদকপ্রাপ্ত।
** বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিডিতে কুইনের কণ্ঠে দেশাত্মবোধক গান রয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে অর্জন:
** ৬০টির অধিক আন্তর্জাতিক সনদ রয়েছে।
** ওয়ার্ল্ড ইয়ুথ লিডার্স অর্গানাইজেশন প্রেসিডেন্টস এ্যাওয়ার্ড রয়েছে।
এছাড়াও, জাতীয়, বিভাগীয়, আঞ্চলিক, জেলা, উপজেলা, কলেজ ও স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় তিন শতাধিক সনদ ও দুই শহশ্রাধিক পুরস্কার অর্জন করেছে।
সংগঠন:
কুইন প্রথম আলো বন্ধুৃসভার একজন বন্ধু।
সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।
এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
প্রতিষ্ঠাতা:
পৃথিবীর ৯টি দেশের বন্ধুদের নিয়ে কুইনের নিজের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন ‘বিট অব কুইন’, যা মানব ও শিশু অধিকারের জন্য কাজ করে।
প্রকাশনা:
২০২০ সালে প্রকাশিত কবিতার বই ‘মা বলেছেন মানুষ হও’।
২০১৩ সালে বোনের সাথে যৌথভাবে প্রকাশিত ছড়ার বই ‘তানপুুরাতে ঘুণ ধরেছে’।
নেতৃত্ব:
কুইন ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত একটানা ৫বার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ভোট পেয়ে স্টুডেন্ট কেবিনেটে নির্বাচিত হয়।
প্রশিক্ষণ:
কুইন রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি হতে সাধারণ সংগীত, সাধারণ নৃত্য, তবলা ও উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ গ্রহণ করেছে।
এছাড়াও এসডিজি, প্রাথমিক চিকিৎসাসহ রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ অভিজ্ঞতা।
শিক্ষাসফর ও ভ্রমণ:
২০২২ সালের ডিসেম্বরে কুইন জাপান সরকারের আমন্ত্রণে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাপানে অনুষ্ঠিত সাকুরা সাইন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়ে জাপান ভ্রমণ করে।
দক্ষতা ও পছন্দ:
পড়ালেখার পাশাপাশি কুইন সংগীত চর্চা, বই পড়া, তবলা, গিটার ও ইউকুলেলেসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, কবিতা লেখা, গান লেখা ও সুর করা, প্রবন্ধ লেখা, বিতর্ক, অনুষ্ঠান উপস্থাপনা ইত্যাদি বিষয় কুইনের জীবনে পুরোটা সময় জুড়ে আছে।