Sunday, December 22, 2024

মোটরসাইকেল আরোহীর মৃত্যু -ঘাতক ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে ট্রাকচাপায় বিজয় (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

৭ জুলাই (শুক্রবার) বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আহম্মেদের বাড়ীর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় রাজবাড়ী পৌরসভার আঠাশ কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে।

জানাগেছে , বিকেলে মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে নদীর ধারে ঘুরতে বের হয়। এসময় তারা উড়াকান্দা মোল্লাপাড়া এলাকায় বরাট ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন আহম্মেদের বাড়ীর কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বাহী ট্রাক বিজয়ের মোটরসাইকেল চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকচাপায় নিহত বিজয় (১৬)

 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান , “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে । এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন ।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here