Saturday, December 28, 2024

মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের আত্নহত্যা 

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে অনিক শেখ (১৪) নামে এক স্কুল ছাত্র আত্ন হত্যা করেছে। নিহত অনিক শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের রব শেখের ছেলে। ১০ই নভেম্বর ( বুধবার) রাত সারে ৮ টার দিকে নিজের ঘরের আড়ার সাথে গলায় লঙ্গি পেঁচিয়ে সে আত্নহত্যা করে।

নিহত অনিকের বাবা রব শেখ জানান, আমার ছেলে গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলে ৭ম শ্রেনীতে পড়াশোনা করে। গত কয়েকদিন যাবত সে আমাকে এপাচি জিক্সার জিএফ মোটর সাইকেল কিনে দেওয়ার বায়না করে। আমি সামান্য অটো /ইজিবাইক চালক আমার পক্ষে ২লাখ টাকার মোটরসাইকেল কিনে দেওয়া সম্ভব না। তবুও  ছেলের যন্ত্রনায় অবশেষে মোটরসাইকেল কিনে দিতে রাজি হই। একটা এনজিও থেকে লোন করেছি তারা বলেছে একসপ্তাহ পড়ে লোন দেবে । কিন্তু এক সপ্তাহ তার সহ্য হলো না । গত রাতে ঘরে ঢুকে নিজের লুঙ্গি দিয়ে ঘরের আড়ার সাথে সে আত্ন হত্যা করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here