Friday, February 21, 2025

মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু – ট্রাক আটক

স্টাফ রিপোর্টারঃ মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় পিষ্ট হয়ে শিউলি সান্যাল নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শিউলি সান্যাল রাজবাড়ীর কালুখালী উপজেলার হাটগ্রামের অনুপ কুমার সান্যালের স্ত্রী ।

১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার(বিকেলে) রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বাণিবহ বাজার এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, বালিয়াকান্দি থেকে স্বামীর সাথে রাজবাড়ী আসার পথে বাণিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ছিটকে পড়ে যান শিউলি সান্যাল পেছনে থাকা ট্রাক মাথার উপর দিয়ে উঠে গেলে মারাত্মক ভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি সান্যাল। ‘

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here