Thursday, January 23, 2025

যথাযথ মর্যাদায় রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় রাজবাড়ীতে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯ টায় রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ।
এরপর পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্বাগণ সহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে। পুষ্পমাল্য অর্পনের পর রাজবাড়ী অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরষ্কারবিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এর আগে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও পরে বেলা বারোটার দিকে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসুচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. খোদেজা নাসরিন আক্তার হোসেনসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী অফিসার্স ক্লাবে আলোচনা সভা
রাজবাড়ী অফিসার্স ক্লাবে আলোচনা সভা

Staff Correspondent: The 47th martyrdom anniversary and national mourning day of Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest Bengali of a thousand years, the great hero of the great liberation war, the architect of the nation of Bangladesh, was observed in Rajbari with due dignity.

On the occasion of the day, freedom fighter Zillul Hakim, Member of Parliament of Rajbari-2 Constituency and District Awami League President, Alhaj Kazi Keramat Ali, Member of Parliament of Rajbari-1 Constituency, laid wreaths at the portrait of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman erected in front of the office of the Deputy Commissioner of Rajbari on Monday at 9 am. Administrator Abu Qaiser Khan, Superintendent of Police MM Shakiluzzaman.
After that, various public and private departments including the brave freedom fighters and social and cultural organizations presented floral wreaths. After the wreath presentation, a discussion meeting and award distribution ceremony was held at Rajbari Officers Club.

Earlier in the morning in front of the Rajbari district Awami League office, the leaders and activists of Awami League and its allied organizations organized a discussion meeting and a prayer meeting by hoisting the national flag, party flag, black flag and placing wreaths on the portrait of Bangabandhu Sheikh Mujibur Rahman.
District Awami League President Rajbari-2 Constituency Member of Parliament Fredomfighter Jillul Hakim, Rajbari-1 Constituency Member of Parliament Alhaj Kazi Kermat Ali, General Secretary Kazi Iradat Ali, Reserved Women Constituency Member of Parliament Salma Chowdhury Ruma, Reserved Women Constituency Member of Parliament Ed. Khodeja Nasreen Akhter Hossain along with leaders and activists of Awami League and its allied organizations were present.

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here