Sunday, December 22, 2024

যুবকদের ড্রাইভিং ও যুব নারীদের কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ

বালিয়াকান্দিতে গ্রামীণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং ও বেকার যুব নারীদের কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুব ও ক্রিড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, প্রশিক্ষনার্থী কনা খাতুন ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এ প্রশিক্ষণের ফলে বেকার যুবক ও বেকার নারীরা আতœকর্মসংস্থান সৃষ্টি হবে। তবে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তারা ঘরে বসে থাকলে হবে না। কাজে লাগাতে হবে, তাহলে স্বাবলম্বী হওয়া সম্ভব।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here