Monday, December 23, 2024

যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ই সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল।

সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি  বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান, নাজমা হোসেন রত্না, হেলেনা হক, জেসমিন হক জোনাকী প্রমুখ।

বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু সম্মেলনের দ্বিতীয় পর্বে সবার সম্মতিক্রমে সভাপতি হিসেবে কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্টি, সহ-সভাপতি মোছাঃ সাবিনা আক্তার, মুক্তি রানী কর, কেয়া রানী প্রামানিক, রহিমা আক্তার, প্রিয়াংকা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবির, তামান্না নাসরিন রেশমী’র নাম ঘোষনা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here