Monday, November 18, 2024

যোগ বিয়োগের রাশি- তাহমিনা মুন্নী

যোগ বিয়োগের রাশি
তাহমিনা মুন্নী
জীবন খাতার মেলে না হিসেব
অংকে হয় না মিল
যোজন বিয়োজনের পাতায়
তাই এঁটেছি খিল।
যতই আমি যোগ করে যাই
বিয়োগ ব্যথায় মরি
গুনে গুনে দ্বিগুণ হলে
ভাসাই কোথায় তরী।
এক জীবনের নাটাই সুঁতো
সরল সহজ নয়
ভাগে আমার তাই মেলে না
কাটে না সংশয়।।
কত ভাবে হিসেব কষি
কত পথ দেই পাড়ি
জানি নাতো থামবে কোথায়
জীবন নামের গাড়ী
তাই তো দেখি জীবন খাতায়
যোগ বিয়োগ গুন ভাগ
যোজন আর বিয়োজনে
কত রাগ অনুরাগ!
খেলার ছলে অংক মেলে
কখনো বা শুন্য
তাই বলে কি একটা জীবন
হয় বলো নগন্য।
হেসে গেয়ে অংক মেলাও
শেখো খেলার ছলে
বেহিসেবী জীবন পাতার
হিসেব যদি মেলে।
একটু ভেবে থমকে দাঁড়াও
অংক হবে মিল
দুঃখের সাথে সুখ মিলেয়ে
থাকো ছন্দ শীল।
জীবনের সব বিয়োগ ব্যথায়
ছেড়ো না তোমার হাল
পরো না ভেঙে কি হারালে
আজ আর গতকাল।
স্বপ্ন বোনো আগামীর পথে
মুছে ফেলো নিরাশা
মানুষের তরে ভাগাভাগি করো
তোমার ভালবাসা!!
এক জীবনে অল্প পেয়ে
থাকো যদি খুশি
মিলে যাবে সরল অংকের
যোগ বিয়োগের রাশি।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here