Thursday, April 3, 2025

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সহ গ্রেপ্তার

স্টাফ রিপর্টারঃ  রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সোহাগ হোসেন ওরফে শুকলালের বসত ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ধৃত আসামী সোহাগ হোসেন ওরফে শুকলাল বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে পাংশা থানার এসআই মোঃ শিহাবুদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ও যৌথ বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে। তার দখল থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুইটি হাসুয়া, একটি স্ট্রীলের তৈরী ব্যাটন আসামীর দেখানোমতে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here