Thursday, February 20, 2025

রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে পরাজিত হন নি। – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম।

স্টাফ রিপোর্টার: রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে পরাজিত হন নি। তিনি ৯১ সালে ৫ টি আসনে, ৯৬ সালে ৫ টি আসনে ২০০৮ সালে সাজানো পাতানো নির্বাচনেও ৩ টি আসনে নির্বাচিত হয়েছিলেন।

এ দেশে আর আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের প্রতক্ষ্য ভোটে বিএনপি জয়লাভ করবে। নেতাকর্মীদের প্রতি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রত্যাশা করেন। আগামী নির্বাচনে আলেম ওলামাদের প্রতি বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনীত প্রতিনিধিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার রাজপাট কলেজ প্রাঙ্গণে রাজপাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভার আয়োজন করে।
বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট এমএ আলম সেলিম। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মোঃ সেলিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তৃতা করেন অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডল, বিএনপি নেতা আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, রাহেলা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হিরু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিলন খান, কাশিয়ানী ছাত্রদলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ সুজাউদ্দীন অপু, রাজপাটের সাবেক ইউপি চেয়ারম্যান এমএম দেলোয়ার হোসেন, কাশিয়ানী উপজেলা বিএনপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান, বিএনপি নেতা জুন্নু শেখ, বিদ্যুৎ, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা মো: রিয়াজ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here