Saturday, January 18, 2025

রাজবাড়ীতে অন্নপূর্না পুজো শুরু

নেহাল আহমেদ(রাজবাড়ীঃ  আজ থেকে খানখানাপুরে শুরু হয়েছে অন্নপূর্না পূজো।দেবীর আরাধনা মধ্য দিয়ে পৃজার শুরু হয় দুরদুরান্ত থেকে শত শত ভক্তবৃন্দ পুজো অর্চনার মাধ্যমে ব্যস্থ সময় কাটাচ্ছেন।

মন্দিরের সভপতি নব কুমার দত্ত জানান ১৩৪২ সাল থেকে শুরু হওয়া এই পূজাঁ সবার কাছে পুন্যস্থানের রুপ নিয়েছে।এই পূজা সম্পর্কে যে টুকু জানা যায় একাশীতে সৃষ্টি হলেও দেবী অন্নপূর্ণার সাথে বাংলার সম্পর্ক অতি প্রাচীন ও গভীর বিখ্যাত তন্ত্রসার গ্রন্থে

অন্নপূর্ণা পুজোর বিশদ বিবরণ রয়েছে। দেবীর মাহাত্ম্যগাথা নিয়ে পরবর্তীতে রায়গুণাকর ভারতচন্দ্র রায় রচনা করেছিলেন তার বিখ্যাত অন্নদামঙ্গল গ্রন্থ।

বাংলায় অন্নপুর্ণা শস্যদেবী বহু প্রাচীন কাল থেকেই বাংলায় নবান্ন উৎসবের সময় এই অন্নপূর্ণার পুজো হয়ে আসছে।আজও গ্রাম বাংলায় প্রথা মেনে ফসল তোলার পরই দেবীর হাতে ধানের পাকা শিষের গুচ্ছো দিয়ে পুজো হয়।

এই প্রথা কাশীতেও আছে আজ পুজা শনিবার মহাভোগের মধ্য দিয়ে শেষ হবে পুজার আনুষ্ঠিকতা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here