স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপনের অংশ হিসাবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় আন্তঃউপজেলা অনূর্ধ্ব ১৬ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট”র আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে গোয়ালন্দ উপজেলাকে ২৭ রানের ব্যবধানে হারিয়ে রাজবাড়ী সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।’