Friday, February 21, 2025

রাজবাড়ীতে একইদিনে বিএনপির দুই গ্রুপের সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ  রাজবাড়ীতে বিএনপির জনসমাবেশ ছিলো ১৯শে ফেব্রুয়ারিতে ,তারিখ পরিবর্তন করে আগামী ২৩শে ফেব্রুয়ারি নির্ধারণ করেছে বিএনপির দুই গ্রুপ । দুইগ্রুপই একসাথে করবেন জনসমাবেশ।

এ নিয়ে রাজবাড়ী জেলা বিএনপির দুই গ্রুপের নেতৃবৃন্দের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ১৭ই (ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুই গ্রুপের গুরুত্বপূর্ণ সমঝোতা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজবাড়ী জেলা বিএনপির দুই গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনার মাধ্যমে পূর্ব নির্ধারিত ১৯শে ফেব্রুয়ারির জনসভা একত্রে ২৩শে ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমঝোতা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু , যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, কৃষক দলের আহ্বায়ক আইয়ুব আলী খান, সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রোমান,ডিউক হোসেন, মাহবুব হোসেন দুলাল চৌধুরী, কে এ মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন যে, রাজবাড়ী জেলা বিএনপির সকল নেতা-কর্মী একত্রিত হয়ে ২৩শে ফেব্রুয়ারির জনসভাকে সফল করবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু মোবাইল ফোনে নিশ্চিত করেছেন। কোন প্রকার সংঘাতের সম্ভাবনা আছে কি না ,এমন প্রশ্নে তিনি বলেন, রাজবাড়ী জেলা বিএনপির ৮টি ইউনিটের দুই গ্রুপের নেতাকর্মীরা আসবেন জনসভা সফল করার জন্য। এখানে সংঘাত হতেও পারে,কিন্তু আমরা সবাইকে বলে দিয়েছি যে কোন সংঘাতে যাবনা, আমরা চাই সফল সমাবেশ সম্পন্ন করতে । ‘

তবে কোন সংঘাত চান না জেলার নেতাকর্মী ও জনসাধারণ। দীর্ঘদিন পর একত্রে জনসমাবেশ করবে জেলা বিএনপি এমন খবরে আনন্দিত তৃণমূলের নেতাকর্মী ও জনসাধারণ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here