Saturday, April 12, 2025

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ১৪হাজার ৪শত ৩০ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। রাজবাড়ী জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের তথ্য মতে রাজবাড়ীতে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ১৪হাজার ৪শত ৩০ জন শিক্ষার্থী।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ১০হজার ৭শত ৯৯ জন , এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৭শত ১৬, দাখিল মোট পরিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৯শত ১৫ জন ।

রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪হাজার ৭শত ৩০ জন, পাংশা উপজেলায় ৩ হাজার ৭শত ৭০ জন , বালিয়াকান্দি উপজেলায় ২হাজার ৭শত ৭৬জন, গোয়ালন্দ উপজেলায় ১হাজার ২শত ১৮ জন, কালুখালি উপজেলায় ১হাজার ৯শত ৩৬ জন সহ মোট ১৪হাজার ৪শত ৩০ জন এসএসসি এবং সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

এদিকে পরীক্ষা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য মানব কন্ঠকে জানান, এসএসসি পরীক্ষা বাস্তবায়ন কমিটির মাধ্যমে মিটিং করে পরীক্ষা সফল করার সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। সুন্দর পরিবেশে নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে । রাজবাড়ীর ৫টি উপজেলায় সকল পরীক্ষা কেন্দ্রগুলোতে যেন সুন্দর পরিবেশ থাকে সেদিকে লক্ষ্য রাখা হবে। পরিক্ষা হলরুমে যেন আলোর স্বল্পতা না থাকে সে জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা চলবে পরীক্ষা। এ সময় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে ,যেহেতু প্রচন্ড গরম সেদিকে চিন্তা করে মেডিক্যাল টিমও থাকবে, সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা জানান তিনি। ”

rj/desk 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here