স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় ১০জুলাই (বৃহস্পতিবার) রাজবাড়ীতে এসএসসি ,দাখিল ও ভোকেশনালের ফলাফল একযোগে প্রকাশ করা হয়েছে।
রাজবাড়ী জেলায় ৫টি উপজেলার মোট ১৪হাজার ২৫ জন শিক্ষার্থী অংশ নেয় । এর মধ্যে পাশ করেছে ৮হাজার ১৯ জন । এদের মধ্যে ফেল করেছে ৬হাজার ৬ জন। জিপিএ-৫ পায় মোট ৫২৫ জন ।
জেলায় এসএসসি তে অংশ নেয় ১০হাজার ৭০৪জন । এদের মধ্যে কৃতকার্য হয় ৫৯৫২জন , অকৃতকার্য হয় ৪ হাজার৭৫২ জন এবং জিপিএ-৫ পায় ৪৪০জন । পাশের হার ৫৫.৬০।
এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৮৭৯ জন । কৃতকার্য হয় ১হাজার ২১৮জন, অকৃতকার্য হয় ৬৬১ জন । এদের মধ্যে জিপিএ -৫ পায় ২৮ জন । পাশের হার ৬৮.৮২ ।
ভোকেশনাল পরীক্ষায় জেলায় মোট অংশগ্রহণ করে ১হাজার ৪৪২জন, কৃতকার্য হয় ৮৪৯জন, অকৃতকার্য হয় ৫৯৩ জন। জিপিএ -৫ পায় ৫৭জন,পাশের হার ৫৮.৮৮ ।
রাজবাড়ী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তাছাড়াও পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করেছেন। এছাড়াও নির্ধারিত শর্ট কোড- 16222 এ নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল সংগ্রহ করেছে।