Saturday, December 21, 2024

রাজবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রাজবাড়ী জার্নাল ডেস্ক: রাজবাড়ী সদর থানার আয়োজনে সন্ত্রাস, বাল্যবিবাহ, চুরি, দস্যুতা, খুন, মাদক, থানায় দালালি ইত্যাদির বিরুদ্ধে শনিবার (১৭ই ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী , সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এসরাকুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন চন্দনী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব , শহীদ ওয়াবপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া, বরাট ইউনয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন আহমেদ, বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালি বেগম, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সদস্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এ সময় সন্ত্রাস, বাল্যবিবাহ, চুরি, দস্যুতা, খুন, মাদকের বিরুদ্ধে আলোকপাত করা হয় । ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here