স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২০ জানুয়ারি) সারে ১১ টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ও এনডিসি (নেজারত) নাহিদ আহমেদ এর উপস্থাপনায় প্রথমে সাংবাদিকদের সাথে পরিচয় পর্বের পর সৌজন্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান উপস্থিত ছিলেন । পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিকগণ। এ সময় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোকপাত করেন সাংবাদিকেরা । জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের কথাগুলো শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই -আগষ্ট এর ছাত্র জনতার অভ্যূথানের পর আমাদের যাচাই বাছাই করেই জেলা প্রশাসনে পদায়ন করা হয়েছে। শুধু জেলা প্রশাসনেই না , প্রতিটা বিভাগেই। রাজবাড়ীতে যতদিনই কাজ করি ,এখানে আন্তরিকতার কোন অভাব থাকবে না। শান্তিপ্রিয় জেলার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে কাজ করা হবে।সাপ্তাহে প্রতি বুধবার গণশুনানী হয়, এ গণশুনানীকে আরোও উন্নত করা হবে,এখানে যারা যে কোন সমস্যা নিয়ে আসবে, কাগজে ২-৪লাইন লিখে নিয়ে আসলেই হবে ,আমি তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করব। সকলে একত্রে একটি সুন্দর ও সমৃদ্ধ রাজবাড়ী গড়ে তুলতে কাজ করব।’