Thursday, February 20, 2025

রাজবাড়ীতে কলা ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ডিগ্রী চর চাঁদপুর গ্রামে বাচ্চু শেখ (৪০) নামে এক কলা ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত খলিল শেখের ছেলে এবং তিন সন্তানের জনক।

পরিবার সূত্রে জানাযায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে বাচ্চু শেখ ঘর থেকে বের হয়ে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে বাচ্চুর মা অভিযোগ করেছেন, ছেলের মৃত্যুর জন্য তার পুত্রবধূই দায়ী। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here