Monday, May 26, 2025

রাজবাড়ীতে কিশোরীকে ধর্ষন , বাগের হাট থেকে আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় সুদীপ্ত হালদার ওরফে সুমন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুদীপ্ত হালদার বাগেরহাট জেলার রামপাল থানার দেবকাটা পূর্ব গ্রামের সুকুমার হালদারের ছেলে।

গতকাল ( ২৫ মে ) রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা চুরিকৃত স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (২৬মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব ।

সূত্রে জানাগেছে, নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে দুই মাস আগে ভুক্তভোগীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন সুমন। সম্পর্কের একপর্যায়ে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গত ২২ মে বাগেরহাট থেকে বালিয়াকান্দি আসেন এবং ওই কিশোরীর বাসায় থাকেন। পরবর্তীতে ওই রাতেই একাধিকবার ধর্ষণ করায় ভুক্তভোগী ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে বাসায় থাকা আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণলঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যায় সুমন।

একপযায়ে ভুক্তভোগী সুস্থ হয়ে উঠলে দেখতে পায়, তার রুমে রক্ষিত টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার নিয়ে সুমন পালিয়ে গেছে। পরে এ ঘটনা পরিবারকে বিস্তারিত জানায় ওই তরুণী। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগীর পরিবার বালিয়াকিান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ,২০০০ , তৎসহ ৩৮০ পেনাল কোড, ১৮৬০ ধারায় একটি মামলা করেন।

এরপর অভিযান পরিচালনা করে বাগেরহাটের রামপাল থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয় ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here