রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে মহান মুক্তিযুদ্ধ , বীর মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননা ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী শাখার আয়োজনে ১৬ই জুলাই (মঙ্গলবার) বিকেলে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা।
বীর মুক্তিযোদ্ধা আ: জলিল মিয়া’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা ফকির আ: জব্বার, বীর মুক্তিযোদ্ধা গাজী আ:মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল হাসেম বাকাউল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের রাজবাড়ী শাখার সভাপতি মাসুদুর রহমান শাওন, বজলুর রশীদ মিলন, রেশমী আক্তার প্রমুখ।
বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দিয়ে কোট আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন পথে ধাপিত করারা চেষ্ঠা করছে বিএনপি জামাত । কোট আন্দোলনের বিষয়টিকি পুঁজি করে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি আন্দোলনে আসতে না পেরে ছাত্রদের ব্যাবহার করছে। আমরা মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশে এটা হতে দেবনা । মুক্তিযোদ্ধাদের অবমাননাকর কথা উঠলে কঠোর আন্দলনের হুঁশিয়ারি দেন বক্তারা ।