Tuesday, January 21, 2025

রাজবাড়ীতে গাঁজা’র গাছ সহ একজন গ্রেপ্তার

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ছোট-বড় ১৭ টি তাজা গাঁজার গাছ সহ মোঃ ফজলু শেখ (৪২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ফজলু শেখ জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর (গোড়ার পাড়া) এলাকার মোঃ সৈয়দ আলী শেখের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দার এর নেতৃত্বে ২০শে মার্চ (বুধবার) বিকেল ৫টায় একটি টিম রাজবাড়ী বালিয়াকান্দি থানাধীন ভীমনগর এলাকায় অভিযান পরিচালনা করে আটক ফজলু শেখের বসত ঘরের সামনে লাগানো ছোট-বড় ১৭ টি গাঁজার গাছ সহ ফজলু শেখকে আটক করা হয় । গাছের পাতা, কান্ড, শাখা-প্রশাখা সহ ওজন কাঁচা অবস্থায় তিন কেজি । এ ঘটনার বিষয়ে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।

আটক ফজলু শেখের সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের ৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here