Tuesday, January 14, 2025

রাজবাড়ীতে চাঁদসহ ৫ নেতার বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ মানহানীকর বক্তব্য দেওয়ায় অভিযোগ এনে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে বিএনপি নেতাদের নামে মামলা রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে বিএনপি নেতাদের নামে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেছেন।

বুধবার (২৪ মে) সকালে রাজবাড়ী ২ নং আমলী ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। মামলার আসামিরা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফাসহ অজ্ঞাত আরও ৩০ জন।

মামলার বাদী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক এবং মানহানীকর বক্তব্য দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অবিলম্বে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের আইনজীবী (জিপি) আনোয়ার হোসেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। আদালতে মামলা দায়েরের সময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন-অর রশিদ মানিক, বিএম এহতেশাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here