স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার মামলায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ওরফে এরশাদ (৩৯) কে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ ।
১৯শে ফেব্রুয়ারি রাত সারে ৮ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এরশাদ রাজবাড়ীর আলীপুরের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামী সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় ৪০-৫০ জন অজ্ঞাত আসামী রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।