Tuesday, January 28, 2025

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাজবাড়ী প্রতিনিধি : ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ‘ প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ (৩০শে জুলাই-৫ই আগস্ট) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১শে জুলাই) রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম, সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, পৌর মেয়র আলমগীর শেখ তিতু প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের পর রাজবাড়ীতে মৎস্য সেক্টরে অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরের আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার মাটিপাড়ার বারলাহুরিয়া গ্রামের মোঃ রমজান শেখ, সদর উপজেলার উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা জিএম এ মান্নান কে পুরস্কার প্রদান করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here