রাজবাড়ী প্রতিনিধি: শেখ হাসিনা দেশ ছাড়ার পরে কর্মবিরতিতে চলে যায় পুলিশ। আর পুলিশের অনুপস্থিতিতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা এবং বিশৃংখলা। সড়কের শৃংখলা ফেরাতে অনেকটাই ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।
রাজবাড়ীর বড়পুল, পান্না চত্তর, রেইলগেট এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। তাদের সাথেও রয়েছে আনসার সদস্য।
স্কাউট লিডার নুরুন্নাহার জানান,৫০ জনের টিম রাজবাড়ীতে কাজ করছে। সড়কে বিশৃঙ্খলা রোধে তারা কাজ করছে। কাজটা কষ্টের কিন্তু পুলিশ কর্মবিরতি পালন করছে তাই স্বেচ্ছায় আমাদের স্কাউট দল কাজ করছে। এতে সড়কে যানজট কমছে, অনেক মোটরসাইকেল চালক রয়েছেন,তারা হেলমেট ছাড়া বাইক চালান যা দূর্ঘটনার কারন।
বাইক চালকদের হেলমেট ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, প্রথমে তাদের বুঝিয়ে বলা হচ্ছে, অনেকেই এখন হেলমেট নিয়েই বাইক চালাচ্ছেন । দেশের এ পরিস্থিতিতে রোবার স্কাউট দল জনগনের পাশে থাকছে। যে কোন দূর্যোগে পাশে থাকবে।’
ছাত্রদের ট্রাফিক ব্যাবস্থাপনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন চালক ও পথচারীরা ।’