Tuesday, January 21, 2025

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত-১

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইউসুফ ফকির(৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ফকির রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত ইকরাম ফকিরের ছেলে।

জানাগেছে, ১১ই নভেম্বর (সোমবার) খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী রেলস্টেশন থেকে যাত্রা বিরতির পর সকাল সারে ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় নিহত ইউসুফ ফকির দ্রুত ট্রেনে ওঠার জন্য রেললাইন পাড় হচ্ছিলেন এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি এস আই রশিদ জানান, ঘটনার পর পরই পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাঁসপাতালে নিয়ে যাই। তার মাথার পেছনের অংশে আঘাত লাগে,বা পাশের পা ও হাত ভেঙ্গে যায় । চিকিৎসাধীন অবস্থায় সারে ৭ টার সময় হাঁসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় সনাক্ত করা জটিলতা হচ্ছিলো পরে পিবিআই ও সিআইডি টিম এসে নিহতের পরিচয় সনাক্ত করে। পরিবারের কোন দাবী না থাকায় রাজবাড়ী সদর হাসপাতাল থেকে নিহতের ছেলে বাপ্পি ফকিরের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপ মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৪ ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here