স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় সকিরুন (৮৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে ভিক্ষা বৃত্তি করে সংসার চালাত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস টেনটি বেলগাছী স্টেশন পার হবার সময় এ ঘটনা ঘটে ।
নিহত সকিরুন রাজবাড়ীর কালুখালি উপিজেলার ব্রি-গোপালপুরের মৃত হাতেম আলী শেখের স্ত্রী। তাদের এক ছেলে , এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরে রোদের তাপে ক্লান্ত অবস্থায় বেলগাছী রেল স্টেশনের পাশে গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর উঠে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি ।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস টেনটি বেলগাছী স্টেশন পার হবার সময় বৃদ্ধ মহিলাটিকে ধাক্কা দিলে সে মারা যায়। বৃদ্ধ মহিলা ভিক্ষা করতেন, তার একদিকে অনেক বয়স, কানে শুনতে পেতেন না। ট্রেন আসার সময় হয়তো শব্দ শুনতে পাননি । ঠিকানা খোঁজাখুঁজি করে তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’