Thursday, February 20, 2025

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে জেলার দুই স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনের পরিচয় এখনোও শনাক্ত করা যায়নি।

জানাগেছে, ১৫ই ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৪টার দিকে ঢাকা থেকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের ছাঁদে চড়ে যাবার সময় রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ব্রীজের সাথে ধাক্কা লেগে পড়ে ঘটনা স্থলে একজন মারা যায়।

একইদিন আনুমানিক সারে ৪টার সময় গোয়ালন্দ থেকে পোড়াদহ গামী সাঁটল ট্রেনে কাটা পড়ে সদর উপজেলার পাচুরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো: সিদ্দিকুল ইসলাম জানান, একই দিনে দুজনের মৃত্যু হয়েছে। নকশীকাঁথা ট্রেনের ছাঁদে চড়ে যাবার সময় কালিকাপুর ব্রীজের সাথে ধাক্কা লেগে পড়ে ঘটনা স্থলে একজন মারা যায়। সে ব্যাক্তি ভবঘুরে প্রকৃতির ছিলো পাচুরিয়ায় একজন মারা গেছেন ,আমাদের ধারণা লোকটি আত্নহত্যা করতে ট্রেনের নিচে পড়ে মারা যায়। দুই জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল সিআইডি’র ক্রাইম সিন এর টিম আসার পর উভয়ের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here