Thursday, July 31, 2025

রাজবাড়ীতে ডলার ব্যবসার ফাঁদে যুবক খুন: দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় খোরশেদ সরদার ও শাজাহান সরদার নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ডলার ব্যবসার সূত্র ধরে ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে বাবু খানকে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, “হত্যাকাণ্ডটি শুরুতে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ছিল। কিন্তু পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে মামলাটির রহস্য উদঘাটন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তদের যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here