নিজস্ব প্রতিবেদকঃ ৫টি মাদক মামলার আসামী সহ তিন জনকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়ছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৫ই ফেব্রুয়ারি(রবিবার) সন্ধ্যা ৭টা ৩৫ এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে, এসআই মিলন চন্দ্র বর্মন, সঙ্গীয় এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শরিফুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম, এএসআই কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন নুরপুর সাকিনস্থ জনৈক মোশারফ হোসেন এর SB ইট ভাটার পূর্ব পাশে মেহগনি বাগানের ভিতর একচালা টিনের ছাপড়া ঘরের সামনে হতে আসামী ১। মোঃ সুমন শেখ (২৬), পিতা-মোঃ আঃ ছালাম শেখ সাং-বিনোদপুর (৩ নং ওয়ার্ড), ২। রাফি আহম্মেদ সয়েব(২০), পিতা-রোকন উদ্দিন মোল্লা, সাং-শ্রীপুর সোনালী ব্যাংকের বিপরীত পাশে, ৩। মোঃ এনামুল হাসান(২১), পিতা-মোঃ আলম শেখ, সাং-শ্রীপুর, সর্ব থানা ও জেলা-রাজবাড়ীদেরকে মোট ২০০(দুইশত) গ্রাম গাঁজা(মূল্য অনুমান ৮,০০০/-)টাকা এবং নেশাদ্রব্য গাঁজা সেবন করিয়া নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টসহ বিরক্তিকর আচরণ করায় গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য ধৃত আসমী মোঃ সুমন শেখ এর বিরুদ্ধে ০৫(পাঁচ)টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।