Sunday, December 22, 2024

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে হেরোইন সহ মিলন কসাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে ১ লক্ষ টাকা মূল্যের ১০গ্রাম হেরোইন সহ মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার ৯ নং ওয়ার্ডের মৃত আক্কাছ মোল্লা’র ছেলে ।

রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০শে মার্চ ২১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই দীপন কুমার মন্ডল, এএসআই শেখ রাজীব হোসনে, এএসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মোঃ আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর সাকিনস্থ জনৈক মোঃ শওকত খাঁ (৪২), পিতা-মৃত আজিমুদ্দিন খাঁ এর চায়রে দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মিলন মোল্লা ওরফে মিলন কসাই (৫৩), পিতা-মৃত আক্কাছ মোল্লা, সাং-বিনোদপুর নতুন পাড়া, ওয়ার্ড নং-০৯, রাজবাড়ী পৌরসভা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ১০(দশ) গ্রাম হেরোইন মূল্য অনুমান ১,০০,০০০/-(একলক্ষ) টাকাসহ গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here